গোপালগঞ্জে র্যালি , আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ়্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু প্রমুখ।
আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন গোপালগঞ্জ পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল পারভেজ।পরে পরিবার-পরিকল্পনা কাজে সাফল্যের জন্য মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ২১ জুলাই, ২০১৬/ আফরোজ