লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।
আটকরা হলেন- ফারুক হোসেন (৩০) ও সুমন হোসেন (২৮)। তারা জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের কদমতলার এলাকার লুৎফর রহমানের ছেলে এবং সম্পর্কে দুই ভাই।
কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সারোয়ার পারভেজ বাপ্পি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/ ২১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন