দিনাজপুরের পার্বতীপুর ও কাহারোলে বজ্রপাতের ঘটনায় ৩ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় দিনাজপুরের কাহারোল উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ ধর্মঘট গ্রামের নবীন চন্দ্র রায়ের স্ত্রী সুচিত্রা রাণী বজ্রপাতে নিহত।
অপরদিকে, গত বুধবার রাতে পার্বতীপুরের যশাই সৈয়দপুর ও তেরোয়ানিয়া গ্রামে বজ্রপাতে ২ জন নিহত এবং একজন আহত হয়েছে। বজ্রপাতে একটি গরুও মারা যায়।
নিহতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুরে উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই সৈয়দপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী হোসনে আরা (৪৫) ও তেরোয়ানিয়া গ্রামের সুকুমার সরকারের ছেলে কুমুদ চন্দ্র সরকার (২৮)।
অপরদিকে, কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ ধর্মঘট গ্রামের নবীন চন্দ্র রায়ের স্ত্রী সুচিত্রা রাণী(৩৫)।
কাহারোল থানার এসআই মোঃ এরশাদ হোসেন ও পার্বতীপুরে উপজেলার মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন