বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) আয়োজিত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে উপজেলার নতুন বাজারের মাদানিয়া মাদরাসা মার্কেটস্থ কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক সাইফুল ইসলাম বেগ'র সভাপতিত্বে ও সদস্য আব্বাস হোসেন ইমরান’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা। বিশেষ অতিথির বক্তব্য দেন লেচু মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান লিটু, মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী, বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ মো. মনির মিয়া, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন'ন যুগ্ম আহবায়ক লোকমান হোসেন, সিনিয়র সদস্য মশিউর রহমান। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন সদস্য হাসান ওলীউর রহমান।
বিডি-প্রতিদিন/ ২১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন