সাভারের আশুলিয়ায় গরু বোঝাই ট্রাক চাপায় (৩৩) এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ন্যাচারাল ডেনিম গার্মেন্টস এর সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের টঙ্গাবাড়ি এলাকায় ন্যাচারাল ডেনিম গার্মেন্টসের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় বাইপাইল থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক ওই নারী ও তার সন্তানকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। আর আহত হয় তার ছয় বছরের সন্তান। পরে স্থানীয়রা আহত ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, নিহত ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ