কুমিল্লার নাঙ্গলকোটে নুরুল করিম রাব্বী (২০) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নাঙ্গলকোট উপজেলা সদরের অদূরে ধলুয়া বাংলাবাজার এলাকা থেকে রাব্বীর মরদেহ উদ্ধার করা হয়।
রাব্বী নাঙ্গলকোট উপজেলার ধলুয়াপাড়া গ্রামের নুরুল হকের ছেলে। সে ২০১৭ সালে স্থানীয় ত্রিপুলিয়া উচ্চ বিদালয় থেকে এসএসসি পরীক্ষা(অনিয়মিত শিক্ষার্থী) দেওয়ার কথা ছিল।
রাব্বীর বাবা নুরুল হক জানান, বৃহস্পতিবার রাত থেকে রাব্বী নিখোঁজ ছিল। শুক্রবার সকালে ধলুয়া বাংলাবাজার এলাকায় একটি দোকানের পেছনে রাব্বীর মরদেহ পাওয়া যায়।
নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাব্বী বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ