শরীয়তপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পরে পানিতে ডুবে ৪ বছরের শিশু নিহত হয়েছে। আজ সকাল সাড়ে এগারোটার দিকে শরীয়তপুর পৌরসভার নিলকান্দি গ্রামের একটি ডোবা থেকে শিশু হাবিবার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত হাবিবা নীলকান্দি গ্রামের কামরুল হাসানের একমাত্র মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, অন্যান্য দিনের মত শুক্রবার সকলে বাড়ির উঠানে খেলা করছিল হাবিবা। সকাল ১১ টার দিকে হাবিবাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় হাবিবার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। এর পর পরিবারের সদস্যরা হাবিবাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/২২ জুলাই ২০১৬/হিমেল-০২