উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ায় সারিয়াকান্দি ও ধুনটে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ১২ ঘণ্টায় যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সকাল ৯টার দিকে পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দির গেজ রিডার আব্দুল হামিদ বলেন, উজানে পানি কমতে শুরু করেছে আগামী ২/১ দিনের মধ্যে যমুনার পানি কমতে শুরু করবে।
সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সূত্র জানায়, পানি বৃদ্ধির ফলে উপজেলার চরবেষ্টিত কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল, চালুয়াবাড়ী এবং যমুনার তীরবর্তী সারিয়াকান্দি সদর, হাটশেরপুর, কুতুবপুর, কামালপুর ও চন্দনবাইশা এলাকার নিম্নাঞ্চলে পানি ওঠতে শুরু করেছে।
এদিকে বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ধুনটের গ্রেজ রিডার জাফর আলী জানান, কয়েক দিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ১০ সেন্টিমিটার পানি বাড়ছে। শুক্রবার সকালের দিকে পানি বিপদসীমা অতিক্রম করেছে। পানি বেড়ে যমুনার কুল উপচে সমতল ভুমি নিজ্জিত হয়েছে। পানি বৃদ্ধির সাথে যমুনা নদীর ভাঙন দেখা দিয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন