ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনি নামক স্থানে শুক্রবার দুপুরে ট্রাক ও মাহেন্দ্র অটো রিক্সার সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হচ্ছেন- রফিকুল ইসলাম (৩২) ও অজ্ঞাত (৩০)।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী একটি ট্রাক তারাকান্দা কাকনি নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র অটো রিক্সার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। এ সময় আরো ৬ জন আহত হন। পরে এলাকাবাসী গুরুতর আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অজ্ঞাত (৩০) একজনের মৃত্যু হয়।
তারাকান্দা ওসি মাজহারুল হক জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ২২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন