জামালপুরে বিদ্যুতের তারে জড়িয়ে দুই গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জামালপুর সদরের পাথালিয়া গ্রামের গেন্দা মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৮) ও একই গ্রামের বগলা মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৪২)।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ১১ টার দিকে গৃহবধূ হাসনা বেগম বাড়ির আঙ্গিনায় টানানো জিআই তারে কাপড় শুকাতে যায়। জিআই তারটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় ভিজা কাপড় তারে রাখার সাথে সাথেই হাসনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী মর্জিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন দুই গৃহবধূকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জামালপুর থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ২২ জুলাই ২০১৬/হিমেল-২১