রংপুরে নিখোঁজের ১০ দিন পর অষ্টম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
শুক্রবার দুপুরে রংপুর সদর উপজেলার ঘুরারঘাট ফতেপুর গ্রামে একটি সেফটিক ট্যাঙ্কের নিচ থেকে স্কুলছাত্র সবুজ সরকার সুবলের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। তার বাবার নাম ধীরেন চন্দ্র।
পুলিশ জানায়, ঘুরারঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সুবল। এ ঘটনায় একই গ্রামের যমুনা রানীকে (৬৫) আটক করা হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, সুবল নিখোঁজ হয় গত ২৬ জুলাই। ওইদিন তার বাবা নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি করেন।
এ ঘটনায় সুবলের বাবা ধীরেন বাদী হয়ে কোতেয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/ ০৫ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন