কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মহানগর ছাত্র শিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হক নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লার ময়নামতি-নাজিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডা. মোজাম্মেল হক গত বছর কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার গ্রামের বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলার মকরবপুরে। এছাড়া সে সাবেক ইউপি চেয়ারম্যানের মাজরুল ইসলামের ছোট ভাই এবং কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি।
জানা যায়, আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে নগরীর মেডিকেল সেন্টারে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান।
বিডি প্রতিদিন/৬ আগষ্ট ২০১৬/হিমেল-০২