রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়ার পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে এ সকল মরদেহ উদ্ধার করা হয়।
এরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুরের চর রামনগরের অাকবর শেখের স্ত্রী হালিমন (৬০), মেয়ে ফরিদা (২৫), একই এলাকার রোকন শেখের মেয়ে বেগম (৩৭) ও কালুখালীর রতনদিয়া ইউপির অালকাব হোসেনের ছেলে রাজু (৮)।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়ীয়া থেকে ট্রলারটি ২০/২২ জন যাত্রী নিয়ে সাদার চরে যাওয়া পথে প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। এতে ৭ যাত্রী নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রলারটি রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়া থেকে সাদার চর যাওয়ার জন্য রওনা দিলে কিছুদূর যাওয়ার পর প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অনেকে সাঁতরে আশপাশে থাকা ডিঙ্গি নৌকায় উঠলেও নিখোঁজ হয় সাতজন। শনিবার সকালে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির জানান, স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে ডুবুরিদল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ