সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানান, অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানার বিভিন্ন এলাকা থেকে ১৫, কলারোয়া থেকে ৪, তালায় ২, কালীগঞ্জ থেকে ৪, শ্যামনগরে ৩, আশাশুনি থেকে ২, দেবহাটায় এক ও পাটকেলঘাটা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/৬ আগষ্ট ২০১৬/হিমেল-১১