সাভারে পাওনা টাকা ফেরত চাওয়া ও টাইলসের মেশিন চুরির অভিযোগে কাউছার (২৫) নামের এক নির্মান শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার ভোর রাতে আশুলিয়ার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঠিকাদার রবিউল ইসলামকে গ্রেফতার করে। নিহত কাউছার বরিশালের আব্দুর রহমান বেপারীর ছেলে ও আমতলা এলাকায় বিল্লালের বাড়িতে টাইলসের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাউছার বেশ কিছুদিন যাবৎ আশুলিয়ার আমতলা এলাকার বিল্লালের বাড়িতে টাইলস মিস্ত্রির কাজ করছিলেন। এরই সুবাধে সে তার পাওনা টাকা চাইলে ঠিকাদার রবিউল আলম উত্তেজিত হয়ে পড়েন। এ সময় টাইলস মেশিন চুরির অভিযোগ তুলে ঠিকাদার ও কয়েকজন স্থানীয়রা মিলে ওই যুবককে ঘরের মধ্যে রশি দিয়ে বেঁধে লাঠি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে ওই বাড়ির ঠিকাদার রবিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে সাভার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের কন । নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ