ভৈরব নদীতে বন্যার পানি বেড়ে সড়ক ভেঙে বাগেরহাটের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব গ্রামের শত শত ঘরবাড়ি প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
গত দু'দিনে বাগেরহাট সদরের মুক্ষাইট-হাদেরহাট সড়ক ভেঙে বন্যার পানিতে নতুন-নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। এসব এলাকার সবজি ক্ষেত, পুকুর ও মাছের খামারও তলিয়ে গেছে। দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। বিষ্ণুপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় মানবোতর জীবন জাপন করছে। বসত ঘরে পানিতে প্লাবিত হওয়ায় রান্না বন্ধ হয়ে গেছে।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শংকর কুমার চক্রবর্তী জানান, কোথাও রাস্তা ভেঙ্গে কোথাও বা রাস্তার উপর দিয়ে উপচে পড়ছে বন্যার পানি। এর ফলে সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছে। ধান-সবজি ক্ষেত, পুকুর ও মাছের খামার বন্যার পানিতে ডুবে একাকার হয়ে গেছে। বিষ্ণুপুর ইউনিয়নে বিশ হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৬/মাহবুব