সাতক্ষীরার কলারোয়ায় মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলারোয়া উপজেলার কাজীরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক মনিরুল ইসলাম একই উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু সালেহ মো. মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনিরুল ইসলামকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ইতালির তৈরি একটি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি মাদক মামলার পলাতক আসামি।
বিডি প্রতিদিন/ ০৬ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন