ময়মনসিংহে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি শফিউল ওরফে শরীফুল ওরফে সাইফুল ওরফে ডনের মরদেহ নিয়ে গেছেন তার মা নার্গিস সুলতানা।
শনিবার বিকেলে নান্দাইল মডেল থানা পুলিশ এ জঙ্গির মরদেহ হস্তান্তর করে।
পরে একটি অ্যাম্বুলেন্সে মরদেহটি দিনাজপুরের ঘোড়াঘাট থানার দক্ষিণ দেবিপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম বিষয়টি জানান।
এর আগে শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জঙ্গি শফিউলের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর থেকেই হিমঘরে ছিল মরদেহ।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ময়মনসিংহের নান্দাইলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় আত্মস্বীকৃত জঙ্গি শফিউল (২৪) ও অজ্ঞাত (২৩)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও সরঞ্জামাদি জব্দ করা হয়।
অজ্ঞাত আরেক জঙ্গির মরদেহ এখনও হাসপাতালের হিমঘরে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/ ০৬ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন