যশোরে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবাসহ কামাল নামে এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার বিকেলে র্যাব সদস্যরা তাকে আটক করেন। আটককৃত কামাল কক্সবাজারের টেকনাফ এলাকার ডেইলপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
র্যাব-৬ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে র্যাব জানতে পারে কক্সবাজারের একজন ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী পরিবহনে ইয়াবা বহন করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৯৬৩৯) একটি গাড়ি যশোর সদর উপজেলার বাহাদুরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে থামিয়ে তল্লাশি করে র্যাব। এ সময় কামালের কাছে থাকা কালো ব্যাগ তল্লাশি করলে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক দাম ৯ লক্ষ ৮৮ হাজার টাকা।
এ ঘটনায় আটক কামালের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত/২০০৪) এর ১৯ (১) টেবিল ৯ (খ) ধারায় যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৬/হিমেল-০১