সাতক্ষীরার কলারোয়ায় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মনিরুল ইসলামকে (২৪) আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার কাজীরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে অস্ত্র ব্যবসায়ী মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৬/হিমেল-০২