ময়মনসিংহের ভালুকায় একটি মাছভর্তি ট্রাকের চাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সাথে থাকা ২ বছরের শিশু সন্তানও আহত হয়েছে।
রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মোক্ষপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আবুল কালাম (৫৫) তার স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।
জানা গেছে, বাড়ি থেকে রিকশাযোগে প্রতিদিনের ন্যায় কর্মস্থল ভালুকা মডেল থানায় যাওয়ার পথে বাঘড়াপাড়া নামক স্থানে ময়মনসিংহগামী একটি মাছভর্তি ট্রাক তাদেরকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সুফিয়া খাতুনের মৃত্যু হয় পরে স্বামী আবুল কালাম ট্রাকের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় ট্রাকটি তাকেও চাপা দিলে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের সাথে থাকা শিশু সন্তান স্বাধীন (২) আহত হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ জানান, তারা দু’জনেই ভালুকা মডেল থানায় কর্মচারীর কাজ করতেন। নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৬/মাহবুব