সিরাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক (২৫) নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন।
রবিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী।
তিনি বলেন, ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাটোরগামী ট্রাকে থাকা যুবক মারা যায়। ধারণা করা হচ্ছে, নিহত যুবক ট্রাকের হেলপার। দুর্ঘটনার পরপরই আহত আহতরাসহ দুই ট্রাকের চালক পালিয়ে যায়। লাশ থানা হেফাজতে রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৬/মাহবুব