নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে অভিযান চালিয়ে মো. হানিফ (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৬শ' পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৩৫ হাজার ৪শ' টাকা উদ্ধার করা হয়।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে নজরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. হানিফ ওই গ্রামের বড় বাড়ীর মৃত নূর মোহাম্মদের ছেলে।
নোয়াখালী গোয়েন্দা পুলিশের (ওসি) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নজরপুর গ্রামের বড় বাড়ীতে অভিযান চালিয়ে মাদক সম্রাট হানিফকে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ আটক করা হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৬/হিমেল-০৯