জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
আজ সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এই কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শফিউল আজম, মোঃ কামরুজ্জামান, আনোয়ারুল হক, মুনসুর রহমান, মোঃ মোসাহক, হামিদুর রহমান, লিনস হাসদা, বাদল চন্দ্র সরকার, নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বুলবুল আলীম দাদ খান, মাওলানা হানিফ আব্দুল কাদের, মাহবুবুল আলম এবং জাতীয় মহিলা সংস্থার সুলতানা ইয়াসমিন রুমা।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৬/হিমেল-১৩