পিরোজপুরের কাউখালীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। শনিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তাকে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে পালাক্রমে ধর্ষণ করে স্থানীয় কিছু বখাটে।
পরে স্থানীয়রা ধর্ষণের শিকার ওই ছাত্রীটিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে শনিবার রাতেই তার ডাক্তারি পরীক্ষা করা হয়।
এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ফারহানা রহমান জানান, ডাক্তারি পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
খবর পেয়ে রাতেই সদর হাসাপাতালে ভিকটিমের সঙ্গে কথা হয়েছে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন। তিনি বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৬/মাহবুব