ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় দম্পতি নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার বাগরাপাড়ার ইয়ার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- আবুল কালাম (৫০) ও সুফিয়া বেগম (৪০)। তাদের বাড়ি ত্রিশাল উপজেলায় হলেও দীর্ঘদিন যাবৎ ভালুকায় বসবাস করছিলেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই দম্পতি ভালুকা মডেল থানায় রাঁধুনি কাজ করত। সকালে কাজে যোগ দিতে আসার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। নিহত দম্পতির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৬/হিমেল-১৪