পঞ্চগড়ে জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পঞ্চগড় বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণ অংশ নেয়। এসময় পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত, জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড় জেলা শাখার চেয়ারম্যান রেজিয়া ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (নাজমুল-আম্বিয়া) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৬/হিমেল-১৫