বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রুপান্তরের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পঞ্চগড় জেলার নির্বাহী প্রকৌশলী আহসান কবির, সহকারী প্রকৌশলী আমিনুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী খায়রুল আলমসহ শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৬/হিমেল-১৮