নেত্রকোনার বারহাট্টায় স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে দেড় মাসের কন্যা সন্তান হত্যার দায়ে পিতাকে আটক করেছে থানার পুলিশ। উপজেলার বাউসি ইউনিয়নের নওগা গ্রাম থেকে গত শনিবার রাতে শিশু হত্যার অভিযোগে শিশুর পিতা নীতেন্দ্র পালকে (২৮) আটক করেছে পুলিশ।
বারহাট্টা থানার ওসি সালেমুজ্জামান জানান, গত শনিবার বিকালে নওগা গ্রামের হরেন্দ্র পালের ছেলে নীতেন্দ্র পাল ও তার স্ত্রী সঞ্চিতা পালের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে নীতেন্দ্র পাল রাগ সামলাতে না পেরে স্ত্রীর কোল থেকে দেড় মাসের কন্যা সন্তান সূচনাকে কেড়ে নিয়ে মাটিতে আঁছাড় দেয়। এতে শিশুটি মারা যায়।
এ ঘটনায় শিশুটির দাদু ওকিল পাল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এছাড়া শিশুর লাশ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৬/মাহবুব