বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে বিদ্যুৎস্পৃষ্টে সোলাইমান আলী (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৩ জন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে প্রতি বছরের মতো কয়েকজন শ্রমিক জমিতে ধানের চারা রোপনের কাজের উদ্দেশ্যে নন্দীগ্রাম উপজেলার দলগাছা গ্রামের মতিউর রহমানের বাড়িতে আসেন। রবিবার সকালে শ্রমিক সোলাইমান আলী ভেজা কাপড় বাড়ির পাশের বৈদ্যুতিক তারের উপর দেয়ার সময় বিদ্যুতের তারের সাথে আটকে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত সোলাইমান আলীর বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাকোবাড়ি শিবনাথেরবশ গ্রামে। এসময় তাকে বাঁচাতে পাশে থাকা শ্রমিকেরা ছুটে এসে তার শরীরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে সবাই মাটিতে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন: দলগাছা গ্রামের মিলন আহমেদ, নাগেশ্বরী উপজেলার বাকোবাড়ি শিবনাথেরবশ গ্রামের শ্রমিক হাসেন আলী, আব্দুল হাকিম। থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৭ আগস্ট, ২০১৬/ আফরোজ