রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, জঙ্গি সন্ত্রাসী ও নাশকতাকারীরা দেশ ও জাতির শত্রু। ৭১-এর পরাজিত শক্তিরাই দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন নামে জঙ্গিবাদী কর্মকাণ্ডসহ সন্ত্রাস নাশকতা চালাচ্ছে। তারা এখন বিএনপি’র আশ্রয়-প্রশ্রয়ে থেকে সাধারণ মানুষের ক্ষতি করছে। তিনি বলেন, জামায়াত-শিবির দেশের স্বাধীনতা চায়নি। তারা দেশের শত্রু ও জাতির শত্রু। তারা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা গুলশান ও শোলাকিয়ায় হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে তারা ইসলাম ও মানবতার শত্রু। এসব সন্ত্রাসী তাদের মদদদাতাদের প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।
মন্ত্রী রবিবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান, নূর উর রহমান মাহমুদ তানিম, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা আলী হোসেন, জিএম মীর হোসেন মীরু, ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, সৈয়দ আহাম্মদ খোকন, গোলাম ফারুক হেলাল, মোশারেফ হোসেন, ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি, লোকমান হোসেন রুবেল প্রমুখ। পরে উপজেলা সদরে সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী মিছিল বের করা হয়।
এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন।
বিডি-প্রতিদিন/ ০৭ আগস্ট, ২০১৬/ আফরোজ