গাজীপুরের শ্রীপুরে ৪৮টি তক্ষকসহ নয়জনকে আটক করেছে র্যাব। রবিবার বিকালে উপজেলার জৈনাবাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে র্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর শফিউল আজম সিদ্দিকী জানান।
তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানা যায়নি।
মেজর শফিউল বলেন, বিকাল ৫টার দিকে জৈনাবাজারের নগর হাওলা এলাকা থেকে ৪৮টি তক্ষকসহ নয় ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উদ্ধার ৪৮টি তক্ষকের মধ্যে ১১টি মারা গেছে, অন্যগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ