নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মাহতাবপুর গ্রামে মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে কনের বাবা ও বিয়ে করার অভিযোগে বরকে ১৫ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্নেহাশীষ দাশ এ আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- কনের বাবা তাজুল ইসলাম (৫৪) ও বর ইয়াছিন (২৬)। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাহতাবপুর গ্রামের তাজুল ইসলাম তার অপ্রাপ্তবয়ষ্ক মেয়ে হালিমা আক্তার সুমিকে (১৬) একই গ্রামের ইয়াছিনের সঙ্গে বিয়ে দেন। বিষয়টি নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্নেহাশীষ দাশের নজরে আসলে কনের বাবা ও বরকে নোটিশ দিয়ে তার কার্যালয়ে ডেকে আনেন। পরে কনের পিতা ও বরকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
সেনবাগ উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্নেহাশীষ দাশ কনের পিতা ও বরকে ১৫ দিনের সাজার বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ