ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন। রবিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জ নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র জহিরুল ইসলাম খান ও স্থানীয় কাকনহাটি গ্রামের সবুজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি অটোরিক্সার যাত্রীরা ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে খেলা দেখতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর সদরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জ নামক স্থানে কিশোরগঞ্জগামী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ছয়জন ও মাইক্রোবাসের ছয়জন যাত্রী আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে দু'জন মারা যান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ