দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী আব্দুস সাত্তার মিলন। তিনি পেয়েছেন ৪১১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৩৮২৭ ভোট।
দু'টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা সুষ্ঠুভাবে স্ব স্ব কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে দুপুর ২টার দিকে ঘোড়াঘাট দাখিল মাদ্রাসা কেন্দ্রের বাইরে ২টি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেলের বিস্ফোরণ ঘটলেও একটি অবিস্ফোরিত থেকে যায়। পরে পুলিশ সেটাকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে। প্রায় একই সময়ে ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের বাইরেও একটি ককটেল বিস্ফোরিত হয় বলে স্থানীয়রা জানায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
অপরদিকে, ঘোড়াঘাট কেটিসি হাই স্কুল কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্ঠাকালে ইছাহাক নামে একজনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ করতে ৯টি কেন্দ্র স্থাপন করা হয়। এই নির্বাচনে মেয়র পদে ১০জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ