লক্ষ্মীপুরে ১৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার দালাল বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আমিন পাটোয়ারীর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি সদর উপজেলার নন্দীগ্রামের হাসমত উল্লার ছেলে।
অপর আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার নির্ভয়পুর গ্রামের আকমত আলীর ছেলে মো: আব্দুর মোতালেব ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে মো: সজিব। পুলিশ বলছে তারা সবাই মাদক ব্যবসায়ী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ মামলার আসামী আমিন পাটোয়ারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে ১৬শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা নেয়া হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/৮ আগস্ট ২০১৬/হিমেল-১২