ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাজী কল্যাণ সমিতির পক্ষ থেকে দক্ষিনবঙ্গ কুড়িগ্রাম জেলার বন্যার্তদের সাহয্যের জন্য নগদ ৫২ হাজার ২৫ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের মাধ্যমে এ অর্থ কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ হাজী কল্যান সমিতির সভাপতি হাজী লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক হাজী শহিদুল ইসলাম, সদস্য ও কালীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী ও সহ-সভাপতি ইসাহক আলী মাস্টার। এসময় মহতি এই কাজের প্রশাংসা করে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার বলেন, এই সময়ে সমাজের সকল বিত্তবানদের বন্যার্তদের পাশে দাড়ানো দরকার।
বিডি প্রতিদিন/৮ আগস্ট ২০১৬/হিমেল-১৬