যশোরের কেশবপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে পাঁচ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল ৫টার দিকে সাহাপুর গ্রামে অজিয়ার মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন: উপজেলার বরণডালি গ্রামের আহাদ আলী গাজী (৪৫), তার ছেলে শফিকুল ইসলাম (২৩), সাহাপুর গ্রামের আব্দুল হামিদ (২২), ইকবাল হোসেন (৩৫) ও আল আমিন (২৮)।
জানা যায়, কয়েকদিন আগে অজিয়ার মোড়লের বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছে। বিকালে ওই ট্যাংকের ছাদ জমানোর কাজে ব্যবহৃত বাঁশ ও কাঠ খুলতে প্রথমে তিন শ্রমিক নামেন। তারা না উঠলে কিছুক্ষণ পর নামেন শফিকুল ইসলাম। তিনিও না ওঠায় নামেন তার বাবা আহাদ আলী গাজী। তাদের সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশিরা গিয়ে পাঁচ জনের লাশ উদ্ধার করে। ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৮ আগস্ট, ২০১৬/ আফরোজ