কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সোহেল রানা (২২) নামে এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার রাইটা পাথরঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা জেলার দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকার মৃত জাকাত সরদারের ছেলে।
জানা যায়, শনিবার ব্যাটারি চালিত ইজিবাইক চালক সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রোববার দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার ভাই বাহারুল আলম। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, রাতে রাইটা পাথরঘাট এলাকায় সোহেল রানার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/৯ আগস্ট ২০১৬/হিমেল-০২