কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে নুরুল আমীন (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমীন খেতারচর গ্রামের বাসিন্দা।
দাঁতভাঙা বিজিবির ক্যাম্প কোম্পানি কমান্ডার আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৯ আগস্ট ২০১৬/হিমেল-০৮