বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আওয়ামী লীগ কর্মী এস.এম জহিরুল হক(৬০)কে পিটিয়ে কুপিয়ে ৪ হাত-পা ভেঙ্গে দিয়েছে একই দলের লোকেরা।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জিলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় জহিরুল হককে রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জহিরুল হক এমপি মোজাম্মেল হোসেন প্রতিষ্ঠিত রহমতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহসভাপতি।
জহিরুল হকের ছেলে মেহেবুবুল হক নির্ঝর জানান, রাতে তার পিতা বড়শিবাওয়া বাজারের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় ৪/৫জনের একটি দল তার ওপর হামলা করে। হামলাকারীরা এলাপাথাড়ি পিটিয়ে কুপিয়ে ওই শিক্ষকের ৪ হাত-পা ভেঙ্গে রাস্তার পাশে ফেলে রাখে। খবর পেয়ে তার স্বনেরা উদ্ধার করে রাতেই খুলনায় নিয়ে যায়। জহিরুল হক শিক্ষকতা থেকে অবসর গ্রহনের পর বড়শিবাওয়া বাজারে ওষুধের ব্যবসা করছেন।
এ সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, একটি দোকান নিয়ে বিরোধের কারনে ওই শিক্ষকের ওপর হামলা করেছে প্রতিপক্ষের লোকেরা। হামলাকারীদেরকে আটকের চেষ্টা চলছে। এরা আওয়ামী লীগের নেতা বা কর্মী কিনা তা জানতে চাইলে ওসি ও স্থানীয়রা জানান, উভয় গ্রুপই আওয়ামী লীগের নেতাকর্মী এবং এমপি ডা. মোজাম্মেল হোসেনর অনুসারী।
বিডি প্রতিদিন/ ০৯ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন