চাঁদপুরের কচুয়া উপজেলা কৃষক লীগ সভাপতি অলিউল্লাহ মৃধাকে (৫২) হত্যার দায়ে ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন বলে জানান ট্রাইবুন্যালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসমিরা হলেন আব্দুল কাদের মৃধা, আব্দুল হামিদ মৃধা, হারুন মৃধা, নাজমুল হাসান, গৌরব ও মেহেদী হাসান। তারা সবাই পলাতক। এদের মধ্যে প্রথম তিন আসামি নিহত অলিউল্লাহ মৃধার ভাতিজা। বেকসুর খালাস প্রাপ্তরা হলেন আবু তাহের, আক্তার হোসেন, মোয়াজ্জেম হোসেন ও জাকির হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ জুলাই রাত সাড়ে ১০টায় চাঁদপুরের কচুয়া উপজেলার শংকরপুর গ্রামে উপজেলা কৃষক লীগ সভাপতি অলিউল্লাহ মৃধাকে কুপিয়ে খুন করে আসামিরা। ঘটনার পরদিন নিহতের স্ত্রী জয়নাব বেগম বাদি হয়ে ১০ জনকে আসামি করে কচুয়া থানায় মামলা দায়ের করেন। এরপর ২০১৫ সালের ৩১ মার্চ মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৬/মাহবুব