নেত্রকোনার পূর্বধলা হোগলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান তোলা মিয়াকে কুপিয়েছে দুবৃত্তরা। সোমবার রাতে গুরতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
পূর্বধলা থানার ওসি আব্দুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে গত সোমবার রাতে আনুমানিক ১০ টার দিকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন হাবিবুর রহমান তোলা মিয়া। পরে বুলবুল মীর ও তার সংগীয়রা তাকে পথরোধ করে এলাপাথারী কুপিয়ে গুরতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে আনুমানিক রাত ১২টার পরে তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
এদিকে বুলবুল মীর ও হাবিবুর রহমান তোলা মিয়ার সাথে দীর্ঘদিন ধরে এলাকায় অধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল বলেও ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৯ আগস্ট ২০১৬/হিমেল-১৪