পটুয়াখালীতে বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড জালিয়াতি চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, টেলিটক কোম্পানীর বিক্রয় প্রতিনিধি সাইফুল ইসলাম (২৫), এয়ারটেলের মলয় দাস (২৫) ও চক্রের সদস্য দালাল মোমেন খান (২৩)। এদের বাড়ী পটুয়াখালী জেলার বাউফল ও গলাচিপায়।
পটুয়াখালী গোয়েন্দা পুলিশের ওসি খন্দকার জাকির হোসেন জানান, গোপন সংবাদে জানা গেছে বায়োমেট্রক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের জালিয়াতি চক্রের সদস্যরা অপরাধীদের সিম সরবরাহ করছে। এমনকি তারা জলদস্যুদের কাছেও নামে বেনামে বায়োমেট্রিক করা সিম বিক্রি করে চলছে। খোজ খবর নেয়ার পর ডিবি’র একটি দল মঙ্গলবার ভোরে শহরের বিভিন্ন এলাকায় বসবাসরত সিম জালিয়াতি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/৯ আগস্ট ২০১৬/হিমেল-১৫