সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু-মহিষ আনার সময় রাজশাহীতে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহানগরীর শ্রীরামপুর এলাকা থেকে ৬টি মহিষ ও ৫টি গরুসহ তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ শ্রীরামপুরে পদ্মা তীরে অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে গরু আনার সময় ১৪ জনকে আটক করা হয়। তারা সরকারি কোষাগারে রাজস্ব না দিয়ে গরুগুলো রাজশাহী সিটি হাটে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে থানায় মামলা হবেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ০৯ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন