২টি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জামালপুর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার রাতে টহল পুলিশ দল জামালপুর-সরিষাবাড়ি সড়কে টহল দেয়ার সময় মেষ্টা ঝাউরাম এলাকায় পুলিশ দেখে তিন সন্ত্রাসী দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে মো: ইব্রাহিম খান, মুরাদ হাসান ও কনিজ আহম্মেদকে আটক করে। তাদের নিকট থেকে দুটি রিভলভার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, আটক সন্ত্রাসীরা কি ধরণের নাশকতার পরিকল্পনা করছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার ইউনুস আলী মিয়া, সহকারী পুলিশ সুপার এ কে এম মুনিরুল ইসলাম, জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ০৯ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন