নেত্রকোনা সরকারী কলেজ ক্যাম্পাসে ক্লাসের প্রথম দিনেই সহপাঠীদের হাতে নির্মমভাবে খুন হওয়া ইফতির বিচারের দাবিতে আজও অনড় শিক্ষার্থীরা। মঙ্গলবার মীর্জা আজিজ আমান ইফতির মৃত্যুর ২য় বার্ষিকী উপলক্ষে কলেজের শিক্ষার্থীরা ইফতির স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সেই সাথে বেলা সাড়ে ১১টায় কলেজের সকল শিক্ষার্থী এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচারের দাবি তুলে ধরে এবং সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গণ চেয়ে ক্যাম্পাসে মৌন মিছিল ও সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেছে।
এ সময় কলেজ শাখা ও জেলা শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ইফতি হত্যাকাণ্ডের দিনটিকে ‘ইফতি দিবস’ হিসেবে ঘোষণা করে বলেন, ইফতি হত্যার দুই বছর পেরিয়ে গেলেও আজও তার পরিবার ন্যায় বিচার পায়নি। তারা আর বিলম্ব না করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে ক্যাম্পাস চত্তরেই শোক র্যালি করে এক মিনিট নিরবতা পালন করে এবং স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করে সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, ২০১৪ সনের ৯ আগস্ট কলেজ ক্যাম্পাসে ক্লাসের প্রথম দিনে সহাপাঠীদের ছুড়িকাঘাতে নিহত হয় এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র সাতপাই নিবাসী মীর্জা আজিজ আমান ইফতি। এরপর তার বাবা মীর্জা আজিজুর রহমান হাবলু বাদী হয়ে ৬ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন।
ইফতির বাবা মীর্জা আজিজুর রহমান হাবলু জানান, আমি সন্তানহারা এক পিতা। সকলের দ্বারে দ্বারে ঘুরেও সঠিক বিচার পাইনি আজও। আমার সন্তান হত্যা করে আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীও এমন একটি হত্যাকাণ্ডের সঠিক বিচার করেনি। আমি চাই আর যেন কোন বাবা মায়ের বুক এভাবে খালি না হয়। একটি সন্তান লালন পালনে অনেক কষ্ট হয় পিতা মাতার। তারপর অকালে সন্তানের লাশ কাধে নেয়া আরও কষ্টের। তাই আর যেন এমনটি না হয় সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক পদক্ষেপের আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/৯ আগস্ট ২০১৬/হিমেল-২১