কুমিল্লার চৌদ্দগ্রামে থ্রি-হুইলার বিরোধী অভিযানকালে হাইওয়ে পুলিশের উপর হামলায় সাত পুলিশ সদস্য আহত হওয়ার মামলার দুই আসামীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হলেন; উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্যাহর পুত্র আবদুল কুদ্দুস(৩৭) ও একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র বাবলু রহমান প্রকাশ বাবুল মিয়া(৩৫)।
চৌদ্দগ্রাম থানার এসআই বছির আহমেদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ভূমি অফিস এলাকায় গত ১৪ জুন মঙ্গলবার বেলা সোয়া ১১টায় হাইওয়ে পুলিশের থ্রি-হুইলার বিরোধী বিশেষ অভিযান চলছিল। এসময় একটি অনটেস্ট সিএনজি বেবি টেক্সি পুলিশকে দেখে দ্রুতগতিতে গ্রামের দিকে যাওয়ার সময় খাদে পড়ে যায়। পালিয়ে যায় গাড়িটির চালক। এতে ক্ষীপ্ত হয়ে আটককৃত আবদুল কুদ্দুসের নেতৃত্বে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হাইওয়ে পুলিশের উপর হামলা করে।
হামলায় মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই এসকে নুরুজ্জামান, এএসআই আনোয়ার হোসেন, নায়েক আবুল হোসেন, কনষ্টেবল সামছুদ্দিন, জামাল উদ্দিন, কবির হোসেন ও গাড়ি চালক আবদুর রহিম আহত হন। এঘটনায় এএসআই এসকে নুরুজ্জামান বাদি হয়ে কুদ্দুসসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার রাতে অভিযান চালিয়ে কুদ্দুস ও বাবলু রহমানকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/ ০৯ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন