সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ দুলাল কুমার চক্রবর্তীর নেতৃত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ আয়ুব আলী, ডাঃ রাশেদ আল মামুন,ডায়াবেটিক হাসপাতালের ডাঃ মুনসুর আলী চৌধুরি, গাইনি বিশেষজ্ঞ হামিদুন্নেছা পাখি, ডাঃ আমানুল্লাহ আল মামুন ও জেলা স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মী অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন জোয়ার্দ্দার প্রমূখ।
সে সময় মানব বন্ধনে সকল চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, তোফাজ্জেল হোসেন ম্যাটস, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ ০৯ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন