নাশকতার মামলায় নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রিজভি জর্জের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন।
অবিলম্বে জর্জের মুক্তি দাবি করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান জানান, একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৬/মাহবুব